নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ
আরো পড়ুনঃ সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত
নামাজ হলো ইসলাম ধর্মের প্রধান ৫ স্তম্ভের মধে ২য় স্তম্ভ। আর নামাজ আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু দোয়া জানা অতীব জরুরী। আজকের আর্টিকেলে আমরা নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ তুলে ধরবো। আপনারা যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ জানতে পারবেন। আর দেরী না করে চলুন দেখে নেওয়া জাক-
আজকের পাঠ্যক্রম- নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ
- নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ
- অযুর দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- অযু শুরুর দোয়া বাংলা উচ্চারণ
- অযু শুরুর দোয়া বাংলা অর্থ
- অযুর দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- অযু শেষ করে পড়ার দোয়া বাংলা উচ্চারণ
- অযু শেষ করে পড়ার দোয়া বাংলা অর্থ
- জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা উচ্চারণ
- জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা অর্থ
- নামাজের নিয়ত
- নামাজের সানা বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- নামাজের সানা বাংলা উচ্চারণ
- নামাজের সানা বাংলা অর্থ
- নামাজে শয়তানকে বিতাড়িত করতে দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া বাংলা উচ্চারণ
- শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া বাংলা অর্থ
- রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ
- রুকুর তাসবিহ বাংলা অর্থ
- রুকু থেকে উঠার পর দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- রুকু থেকে উঠার পর দোয়া বাংলা উচ্চারণ
- রুকু থেকে উঠার পর দোয়া বাংলা অর্থ
- তারপর রাসূলুল্লাহ (সাঃ) বলতেন
- সিজদার তাসবিহ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- সিজদার তাসবিহ বাংলা উচ্চারণ
- সিজদার তাসবিহ বাংলা অর্থ
- এছাড়াও রাসূলুল্লাহ (সাঃ) সিজদাতে বেশি বেশি দোয়া করতেন
- দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ
- দুই সিজদার মাঝের দোয়া বাংলা অর্থ
- তাশাহুদ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- তাশাহুদ বাংলা উচ্চারণ
- দুরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- দুরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ
- দুরুদে ইব্রাহিম বাংলা অর্থ
- দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- দোয়া মাসুরা বাংলা উচ্চারণ
- দোয়া মাসুরা বাংলা অর্থ
- বেতেরের নামাজের জন্য দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
- দোয়া কুনুত বাংলা উচ্চারণ
- দোয়া কুনুত বাংলা অর্থ
নামাজের জন্য প্রজোনীয় দোয়া সমূহ
নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু প্রজোনীয় দোয়া আছে যেগুলো নামাজ শুরুর আগে বা নামাজের অভ্যন্তরে আমাদের আমাদের পড়তে হয়। নামাজের ভিতরে এই দোয়া গুলো ফরজ, ওয়াজিব, সুন্নতের অন্তর্ভুক্ত। এই দোয়াগুলি সঠিক, সহীহ শুদ্ধ ও পরিপূর্ণ নিয়মে পালন করা অতীব জরুরী। অজু, জায়নামাজে দাঁড়ানো, রুকু ও সেজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসূরা এবং বেতেরের নামাজের জন্য দোয়া কুনুত আরবী, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ নিম্নে উল্লেখ করা হলো-
অযুর দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা এবং অন্য কোন আমলের জন্য অযু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মুমিনের শরীরের গুনাহ ঝরে পড়তে থাকে অযুর পানির সাথে সাথে। এই কারণে ওযুর সময় দোয়াগুলো পড়তে হয়-
ওযুর শুরুর পূর্বে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে অযু শুরু করা। মহানবী (সাঃ) বলেছেন, যে অযুর শুরুতে বিসমিল্লাহ পড়েনি, তার অযু পরিপূর্ণ হয়নি।
অযু শুরুর দোয়া বাংলা উচ্চারণ
আল্ল- হুম্মাগফিরলি জাম্বি, ওয়া ওয়াস সিলি ফি দারি, ওয়া বারিক- লি ফি রিজক্কি।
অযু শুরুর দোয়া বাংলা অর্থ
হে আল্লাহ! আমার গোনাহ ক্ষমা করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রসারিত করে দাও এবং আমার রিজিকে হরকত দাও।
অযুর পর কালেমা শাহাদাত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
হজরত ওমর (রাঃ) বর্ণনা করেন- রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি উত্তমরূপে অযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে।”(মুসলিম ও মিশকাত)
অযু শেষ করে পড়ার দোয়া বাংলা উচ্চারণ
আশ- হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিয়াদাহু লা- শারি কালাহু, অয়া আশ- হাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু।
অযু শেষ করে পড়ার দোয়া বাংলা অর্থ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, হজরত মুহাম্মাদ (সাঃ) তাঁর বান্দা ও প্রেরিত রাসূল।
জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
নামাজের শুরুতে জায়নামাজে বা নামাজের স্থানে দাঁড়িয়ে দোয়াটি পড়তে হয়
জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা উচ্চারণ
ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজী, ফাতারাছ সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।
জায়না মাজে দাঁড়ানের দোয়া বাংলা অর্থ
নিশ্চ্য! আমি তাহাঁর দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃস্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
নামাজের নিয়ত
নামাজের নিয়ত শব্দটি অন্তরের সাথে সম্পৃক্ত। মনে মনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করছি এই নিয়ত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আবার নামাজের নিয়ত আরবীতে করা বাধ্যতামূলক মনে করেন। আরবি নিয়ত অনেকের অজানা থাকায় কারণে, হিতে বিপরীত হয়। তাই ভুল এড়াতে আমাদের মনেমনে নামাজের ভাবনা ভাবাই যথেষ্ট। বাংলায় নামাজের নিয়ত এভাবে করা যায়-
“আমি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেবলামুখী হয়ে... ...... ওয়াক্তের ......... রাকাত নামাজ আদায় করছি, ( জামাতে হলে ইমামের পিছনে) আল্লাহু আকবার।”
নামাজের সানা বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
নিয়ত করে হাত বাধার পর নামাজে সর্বপ্রথম সানা পাঠ করতে হয়। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) যখন নামাজ শুরু করতেন তখন এই দোয়াটি পড়তেন-
নামাজের সানা বাংলা উচ্চারণ
"সুভানাকা আল্লা- হুম্মা ওয়া বি- হামদিকা, ওয়া তাবারাই কাস্মুকা, ওয়া তা আলা জাব্দুকা ওয়া- লা ইলাহা গাইরুকা"।
নামাজের সানা বাংলা অর্থ
“হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।”
নামাজে শয়তানকে বিতাড়িও করতে দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
নামাজে শয়তান নানা ধরনের কুমন্ত্রণা দিতে চেষ্টা করে। তাই সানা পড়ার পর, কোরআন তেলাওয়াতের শুরুতে নামাজে এই দোয়া পড়তে হয়-
শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া বাংলা উচ্চারণ
"আউজু- বিল্লাহি মিনাশ শাইতো- নির রাজীম"।
আরো পড়ুনঃ যে কারণে আশুরায় দুই রোজা
শয়তানের ধোঁকা থেকে বাঁচার দোয়া বাংলা অর্থ
বিতাড়িত শয়তান হতে আল্লাহ তায়ালার নিকট আশ্রায় প্রার্থনা করছি।
তারপর, ‘বিসমিল্লাহ’ সম্পূর্ণরূপে পড়ে সালাতে সুরা ফাতেহা তেলাওয়াত করবে ও তার সাথে অন্য যেকোনো একটি সূরা বা সূরার বড় কোন ৩টি আয়াত মিলিয়ে নামাজের সকল দোয়া সমূহ পাঠ করবে।
রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
বান্দা যখন রুকুতে যায় তখন মহান আল্লাহর কাছে নিজেকে নত করে আল্লাহর প্রশংসা মগ্ন হয়। নামাজের ভেতরে ৬ টি ফরজের মধ্যে রুকু অন্যতম। রুকুতে নিম্নোক্ত তাসবীহ ৩/৫/৭ বার পাঠ করতে হয়-
রুকুর তাসবিহ বাংলা উচ্চারণ
রুকুর তাসবিহ বাংলা অর্থ
"আমার প্রভু পবিত্র ও মহামহিমঃ।
রুকু থেকে উঠার পর দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
রুকু থেকে উঠার পর নামাজের সকল দোয়া সমূহের একটি ফজিলতপূর্ণ দোয়া রয়েছে। রাসূলে পাক (সাঃ) রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন এবং বলতেন-
রুকু থেকে উঠার পর দোয়া বাংলা উচ্চারণ
"আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ"।
রুকু থেকে উঠার পর দোয়া বাংলা অর্থ
হে আল্লাহ! যাবতীয় সকল প্রশাংসা তোমারই।
তারপর রাসূলুল্লাহ (সাঃ) বলতেন
বাংলা উচ্চারণ- রব্বানা লাকাল হামদু, হামদান, কাছিরন, তয়য়্যিবান, মাবা- রাকান ফিহি।
বাংলা অর্থ- "হে আমাদের প্রতিপালক! আপনার জন্যই সকল প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত রয়েছে এমন প্রশংসা।"
সিজদার তাসবিহ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন মহান আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এটি নামাজের সকল দোয়া সমূহ কবুলের অন্যতম সময়। সেজদার তাসবিহ-
সিজদার তাসবিহ বাংলা উচ্চারণ
"সুব- হানা রাব্বিয়াল আ'লা"।
সিজদার তাসবিহ বাংলা অর্থ
আমার প্রতি পালাক পবিত্র ও সু মহান।
এছাড়াও রাসূলুল্লাহ (সাঃ) সিজদাতে বেশি বেশি দোয়া করতেন
বাংলা উচ্চারণ- "সুভানাকা আল্লা- হুম্মা রাব্বানা ওয়া বি- হামদিকা আল্লা- হম্মাগফিরলি"।
বাংলা অর্থ হে আমাদের প্রভু, আল্লাহ! পবিত্রতা বর্ণনা করছি আপনার এবং প্রশাংসা করছি, হে আল্লাহ! আপনি আমাদের মাফ করে দিন।
দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
দুই সিজদার মধ্যবর্তী অবস্থায় দোয়া কবুল হওয়ার অন্যতম স্থান। মহানবী হজরত মুহাম্মাদ (সাঃ) দুই মাঝখানে নিম্নের দোয়াটি পড়তেন-
দুই সিজদার মাঝের দোয়া বাংলা উচ্চারণ
"আল্লা- হুম্মাগফিরলি, অয়ার- হাম্নি, ওয়াহ- দিনি, ওয়া আফিনি, ওয়ার জুকনি"।
দুই সিজদার মাঝের দোয়া বাংলা অর্থ
হে আল্লাহ! আমাকে মাফ করুন, আমার উপর রহমত বর্ষণ করুন, আমাকে হেদায়ত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
তাশাহুদ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
রাসূলুল্লাহ (সাঃ) এর মেরাজের রাতে মহয়ান আল্লাহর সাথে বিশেষ কথোপহথন হয়। যা ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ এবং শেস্ট্রতম কিছু বাক্য- তাশাহুদ। পাঁচ ওয়াক্ত নামাজের সকল দোয়া সমূহের মধ্যে সালাতের প্রতিবার বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। তাই অর্থ তাশাহুদ যেনে নিন-
তাশাহুদ বাংলা উচ্চারণ
তাশাহুদ বাংলা অর্থ
দুরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
দুরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ
দুরুদে ইব্রাহিম বাংলা অর্থ
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ
দোয়া মাসুরা বাংলা অর্থ
বেতেরের নামাজের জন্য দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ
দোয়া কুনুত বাংলা অর্থ
আরো পড়ুনঃ পাঁচ কালেমার অর্থসহ বাংলা উচ্চারণ এবং ফজিলত
শেষকথা
হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহকে যথাযথভাবে ৫ (পাঁচ) ওয়াক্ত নামাজ পড়ার ও নামাজের মধ্যে যে সমস্ত সূরা এবং দোয়া আছে তা শিখার ও শুদ্ধভাবে পড়ার তাওফিক দান করুন। আমাদের নামাজ পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের শান্তি ও রহমত লাভের তাওফিক দান করুন। এছাড়াও হাদিসের ওপর আমল করতে ও তাওহিদের কালেমার সাক্ষ্য দেয়ারও তাওফিক দান করুন। আমিন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url