নওগাঁ টু ঢাকাগামী বাসের সময়সূচী ও ভাড়া
আরো পড়ুনঃ ঢাকা টু রংপুর বাসের সময়সূচী ও ভাড়া ২০২৪
নওগাঁ বংলাদেশের উত্তর বঙ্গের অন্যতম একটি জনবহুল জেলা শহর। এখান থেকে প্রতিদিন শত শত মানুষ শিক্ষা, চাকুরী, ব্যবসা, চিকিৎসা কিংবা ভ্রমনসহ বিভিন্ন কাজে রাজধানী ঢাকা শহরে যান। আর এর জন্য বেশিরভাগ মানুষ যাতায়াতের বাহন হিসাবে বেচে নেন, সড়ক পথ বা বাসের যোগাযোগকে।
আর যাতায়াতের জন্য প্রয়োজন পড়ে বাসের সঠিক সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, যারা বাসের সঠিক সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে, অনেক সমস্যায় পড়তে হয়। তাই অনেকে এই সকল তথ্য জানার জন্য গুগলে সার্চ দিয়ে জানতে চান। আর আপনিও যদি তাদের দলে হয়ে থাকেন, তাহলে সঠিক স্থানেই এসেছেন।
কারণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো "নওগাঁ টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া'' সম্পর্কে। তাই আজকের আর্টিকেলটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের পড়েন, তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত বিষয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
নওগাঁ টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া
আমরা অনেকেই নিয়মিত নওগাঁ থেকে ঢাকা যেতে বাস ব্যবহার করে থাকি। আর যারা নিয়মিত বাসে করে নওগাঁ থেকে ঢাকা যাতায়ত করে, তারা বাস বা যাত্রাপথ সম্পর্কে অনেক তথ্য যানেন। কিন্তু আপনি যদি নওগাঁ থকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে এই রাস্তায় চলাচলকারি বাসের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে আপনি অবগত নন।
আর নওগাঁ থেকে ঢাকা সড়ক পথে বেশ কয়েকটি বাস চলাচল করে থাকলেও, সকল বাসের সেবার মান কিন্তু ভালো নয়। তাই আপনাকে দেখতে হবে কোন বাসের সেবার মান ভালো এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌছায়। তাই আপনাদের সুবিধার্থে নওগাঁ টু ঢাকা চলাচলকারী জনপ্রিয় কয়েকটি বাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলাম-
শ্যামলী পরিবহন নওগাঁ টু ঢাকা
নওগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। শ্যামলী পরিবহনের বাস প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত্রী ১২ টা পর্যন্ত নিয়মিত (১৮ টি বাস) চলাচল করে। এই সকল বাসের সময়সূচী, ভাড়া এবং মোবাইল নম্বার নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
|
শ্যামলী পরিবহণ |
||||
|
ক্রঃনঃ |
সকাল |
দুপুর |
বৈকাল |
রাত |
|
১ |
০৭.০০ মিঃ |
১২.০০ মিঃ |
০৪.০০ মিঃ |
০৮.০০ মিঃ |
|
২ |
০৮.০০ মিঃ |
০১.০০ মিঃ |
০৫.০০ মিঃ |
০৯.০০ মিঃ |
|
৩ |
০৯.০০ মিঃ |
০২.০০ মিঃ |
০৬.০০ মিঃ |
১০.০০ মিঃ |
|
৪ |
১০.০০ মিঃ |
০৩.০০ মিঃ |
সন্ধ্যা ৭টা |
১১.০০ মিঃ |
|
৫ |
১১.০০ মিঃ |
|
|
১২.০০ মিঃ |
|
বাস ভাড়া ননএসি- ৬৫০ টাকা এবং এসি- ১৪০০ টাকা |
||||
|
মোবাইল নম্বার- ০৭৪১-৬২৯০২ |
||||
হানিফ এন্টারপ্রাইজ নওগাঁ টু ঢাকা
নওগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। হানিফ এন্টারপ্রাইজের বাস প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত্রী ১১.৪৫ টা পর্যন্ত নিয়মিত (১৩ টি বাস) চলাচল করে। এই সকল বাসের সময়সূচী, ভাড়া এবং মোবাইল নম্বার নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
|
হানিফ এন্টারপ্রাইজ |
||||
|
ক্রঃনঃ |
সকাল |
দুপুর |
বৈকাল |
রাত |
|
১ |
০৭.০০ মিঃ |
১২.৩০ মিঃ |
|
১১.০০ মিঃ |
|
২ |
০৯.১৫ মিঃ |
০৩.০০ মিঃ |
|
১১.১৫ মিঃ |
|
৩ |
১০.১৫ মিঃ |
|
|
১১.৩০ মিঃ |
|
৪ |
১০.৩০ মিঃ |
|
সন্ধ্যা ৭ টা |
১১.৪৫ মিঃ |
|
৫ |
১১.১৫ মিঃ |
|
|
১২.০০ মিঃ |
|
বাস ভাড়া ননএসি- ৬৫০ টাকা এবং এসি- ১৪০০ টাকা |
||||
|
মোবাইল নম্বার- ০১৭১১-৯৬৮৯৯৮ |
||||
টি,আর ট্রাভেলস নওগাঁ টু ঢাকা
নওগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। টি,আর ট্রাভেলস এর বাস প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত্রী ১১.৩০ টা পর্যন্ত নিয়মিত (১০ টি বাস) চলাচল করে। এই সকল বাসের সময়সূচী, ভাড়া এবং মোবাইল নম্বার নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
আরো পড়ুনঃ এন,আই,ডি কার্ড সংশোধন করার নিয়ম ২০২৪
|
টি,আর ট্রাভেলস |
||||
|
ক্রঃনঃ |
সকাল |
দুপুর |
বৈকাল |
রাত |
|
১ |
০৬.০০ মিঃ |
১১.৩০ মিঃ |
০৩.৩০ মিঃ |
০৭.০০ মিঃ |
|
২ |
০৬.৩০ মিঃ |
০২.৩০ মিঃ |
|
১১.০ মিঃ |
|
৩ |
০৯.০০ মিঃ |
|
|
১১.৩০ মিঃ |
|
৪ |
১০.০০ মিঃ |
|
|
|
|
বাস ভাড়া ননএসি- ৬৫০ টাকা এবং এসি- ১৪০০ টাকা |
||||
|
মোবাইল নম্বার- ০১১৯৫-১৩৭৪৫৮ |
||||
এস,আর ট্রাভেলস নওগাঁ টু ঢাকা
নওগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। এস,আর ট্রাভেলস এর বাস প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত্রী ১১.০০ টা পর্যন্ত নিয়মিত (০৯ টি বাস) চলাচল করে। এই সকল বাসের সময়সূচী, ভাড়া এবং মোবাইল নম্বার নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
|
এস,আর ট্রাভেলস |
||||
|
ক্রঃনঃ |
সকাল |
দুপুর |
বৈকাল |
রাত |
|
১ |
০৬.০০ মিঃ |
০১.৩০ মিঃ |
০৪.০০ মিঃ |
১১.০০ মিঃ |
|
২ |
০৭.০০ মিঃ |
০৩.০০ মিঃ |
|
|
|
৩ |
০৮.০০ মিঃ |
|
|
|
|
৪ |
০৮.৩০ মিঃ |
|
|
|
|
৫ |
১০.০০ মিঃ |
|
|
|
|
বাস ভাড়া ননএসি- ৬৫০ টাকা এবং এসি- ১৪০০ টাকা |
||||
|
মোবাইল নম্বার- ০১৫৫২-৩২৩২৬৪ |
||||
বাবলু এন্টারপ্রাইজ নওগাঁ টু ঢাকা
নওগাঁ থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। এস,আর ট্রাভেলস এর বাস প্রতিদিন ভোর ৪ টা থেকে রাত্রী ১১.০০ টা পর্যন্ত নিয়মিত (০৬ টি বাস) চলাচল করে। এই সকল বাসের সময়সূচী, ভাড়া এবং মোবাইল নম্বার নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো-
|
বাবলু এন্টারপ্রাইজ |
||||
|
ক্রঃনঃ |
সকাল |
দুপুর |
বৈকাল |
রাত |
|
১ |
০৪.০০ মিঃ |
০২.৩০ মিঃ |
০৪.০০ মিঃ |
১১.০০ মিঃ |
|
২ |
১০.০০ মিঃ |
|
|
|
|
৩ |
১১.৩০ মিঃ |
|
|
|
|
বাস ভাড়া ননএসি- ৬৫০ টাকা এবং এসি- ১৪০০ টাকা |
||||
|
মোবাইল নম্বার- |
||||
নওগাঁ টু ঢাকা অনলাইনে টিকিট বুকিং
বেশিরভাগ যাত্রী যদিও বাস কাউন্টারে গিয়ে সরাসরি তাদের টিকিট বুকিং করে থাকেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা, সময়ের কারণে কিংবা বাসা থেকে বাস কাউন্টারের দূরত্ব অনেক হওয়ার কারণে সরাসরি টিকিট বুকিং করা সম্ভাবপর হয় না। তাই বর্তমানে তথ্য প্রযুক্তির কারণে বাসাতে বসেই বাসের টিকিট বুকিং করা যায়।
আর আপনিও যদি অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে চান। তাহলে আপনী www.shohoz.com ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন। এরজন্য আপনাকে www.shohoz.com একটি একাউন্ট করতে হবে। আর আপনি যদি একাউন্ট করেন, তাহলে নিম্নের পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে অনলাইনে টিকিট বিকিং করতে পারবেন।
- বাস নির্বাচন করুন।
- কোথায় থেকে কোথায় যাবেন তা নির্বাচন করুন।
- যাত্রার তারিখ নির্বাচন করুন।
- যাত্রার সময় এবং আসন নম্বার দিন।
- পেমেন্ট করুন আপনার টিকিট নিশ্চিত করুন।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url