বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে আসি
আরও পড়ুনঃ জাতীয় উদ্যান আলতাদীঘি ঘুরে আসি
রাজধানী ঢাকার মিরপুরে অবিস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানটি বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন হিসেবে অধিক পরিচিত। মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সঙ্গেই লাগানো বোটানিক্যাল গার্ডেনের অবস্থান।
আজকের পাঠ্যক্রম- বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে আসি
- বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে আসি
- টিকেট মূল্য বোটানিক্যাল গার্ডেন
- বাংলাদেশের জাতীয় উদ্যান সমূহের তালিকা
- বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনের সময়সূচী
- কিভাবে যাবেন বোটানিক্যাল গার্ডেন
- কোথায় খাবেন বোটানিক্যাল গার্ডেন
- শেষকথা
বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে আসি
অতিরিক্ত ঘনবসতি রাজধানী ঢাকা শহরের ভেতরে কোলাহল মুক্ত পরিবেশ ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অনন্য। এখানে কোলাহল মুক্ত পরিবেশে প্রতি দিন শত শত দর্শনার্থী বেড়াতে আসেন।
বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যানে বা বোটানিক্যাল গার্ডেনটি ২০৮ (দুইশত আট) একর জায়গার উপর প্রতিষ্ঠিত এবং এখানে প্রায় ৮০০ (আটশত) প্রজাতির বিভিন্ন বৃক্ষ রয়েছে। ৮০০ (আটশত) প্রজাতির বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানান ধরনের ফুল, ফল, ঔষধি ও বনজ গাছ। বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর, দীঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ।
টিকেট মূল্য বোটানিক্যাল গার্ডেন
বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যানে বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে আপনাদের জনপ্রতি ২০ (বিশ) টাকা দিয়ে প্রবেশ মুল্য দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। ছোট বাচ্চাদের প্রবেশ টিকেটের মূল্যের পরিমান ৫ (পাঁচ) টাকা। তবে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা কতৃপক্ষের সাথে কথা বলে জনপ্রতি ৩ (তিন) টাকায় বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে পারে।
বাংলাদেশের জাতীয় উদ্যান সমূহের তালিকা
ভাওয়াল জাতীয় উদ্যান হলো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি। তবে বাংলাদেশে মোট ২০টি উদ্যানকে "জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো-
|
বাংলাদেশের জাতীয় উদ্যান সমূহের তালিকা |
||||
|
ক্রঃনং |
জাতীয় উদ্যানের নাম |
জেলার নাম |
প্রতিস্টার সময় |
আয়ঃ হেক্টর |
|
১ |
হিমছড়ি জাতীয় উদ্যান |
কক্সবাজার |
১৫-০২-১৯৮০ |
১৭২৯. |
|
২ |
মধুপুর জাতীয় উদ্যান |
টাঙ্গাইল,মধুপুর |
২৪-০২-১৯৮২ |
৮,৪৩৬.০০ |
|
৩ |
ভাওয়াল জাতীয় উদ্যান |
গাজীপুর |
১১/০৫/১৯৮২ |
৫,০২২.০০ |
|
৪ |
লাউয়াছড়া জাতীয় উদ্যান |
মৌলভীবাজার |
০৭/০৭/১৯৯৬ |
১,২৫০.০০ |
|
৫ |
কাপ্তাই জাতীয় উদ্যান |
পার্বত্য চট্টগ্রাম |
০৯/০৯/১৯৯৯ |
৫,৪৬৪ |
|
৬ |
নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান |
নোয়াখালী |
০৮/০৪/২০০১ |
১৬,৩৫২.২৩ |
|
৭ |
রামসাগর জাতীয় উদ্যান |
দিনাজপুর |
৩০-০৪-২০০১ |
২৭.৭৫ |
|
৮ |
সাতছড়ি জাতীয় উদ্যান |
হবিগঞ্জ |
১৫-১০-২০০৫ |
২৪২.৯১ |
|
৯ |
খাদিমনগর জাতীয় উদ্যান |
সিলেট |
১৩-০৪-২০০৬ |
৬৭৮.৮ |
|
১০ |
মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান |
কক্সবাজার |
০৮/০৮/২০০৮ |
৩৯৫.৯২ |
|
১১ |
বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান |
চট্টগ্রাম |
০৬/০৪/২০১০ |
২৯৩৩.৬১ |
|
১২ |
কাদিগড় জাতীয় উদ্যান |
ময়মনসিংহ |
২৪-১০-২০১০ |
৩৪৪.১৩ |
|
১৩ |
কুয়াকাটা জাতীয় উদ্যান |
পটুয়াখালী |
২৪-১০-২০১০ |
১,৬১৩.০০ |
|
১৪ |
নবাবগঞ্জ জাতীয় উদ্যান |
দিনাজপুর |
২৪-১০-২০১০ |
৫১৭.৬১ |
|
১৫ |
সিংড়া জাতীয় উদ্যান |
দিনাজপুর |
২৪-১০-২০১০ |
৩০৫.৬৯ |
|
১৬ |
জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর |
মিরপুর, ঢাকা |
১৪-১২-২০১১ |
|
|
১৭ |
আলতাদীঘি জাতীয় উদ্যান |
নওগাঁ |
২৪-১২-২০১১ |
২৬৪.১২ |
|
১৮ |
বীরগঞ্জ জাতীয় উদ্যান |
দিনাজপুর |
২৪-১২-২০১১ |
১৬৮.৫৬ |
|
১৯ |
শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান |
কক্সবাজার |
|
|
|
২০ |
ধর্মপুর জাতীয় উদ্যান |
দিনাজপুর |
|
|
বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনের সময়সূচী
বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনের জন্য মার্চ হতে নভেম্বর মাস পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে (শীত কালে) ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন দর্শনার্থীরা প্রবেশ করতে পারে।
কিভাবে যাবেন বোটানিক্যাল গার্ডেন
ঢাকার গুলিস্তান, ফার্মগেট, সদরঘাট, মতিঝিল, গাবতলী হতে মিরপুর-১ ও চিড়িয়াখানা যে কোন বাস অথবা ট্যাক্সি, সিএনজি বা প্রাইভেটকার যোগে সহজে চিড়িয়াখানা যাওয়া যায়।
কোথায় খাবেন বোটানিক্যাল গার্ডেন
বোটানিক্যাল গার্ডেনের সামনের খাবার দোকান গুলোতে খাবারের দাম অনেক বেশি। তাই ওইসব দোকান থেকে কিছু কেনার আগে সচেতন হোন। চাইলে মিরপুর ১ এর গোল চত্বর থেকে হালকা খাবার কিনে নিয়ে যেতে পারেন কিংবা বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে এসে পছন্দের খাবার খেতে পারেন।
শেষকথা
আমার প্রাণপ্রিয় পাঠক পাঠিকাগণ আজকের গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে অনেক তথ্য জেনেছেন। এই আর্টিকেলটিতে লিখিত তথ্যসমূহ যদি আপনি মনোযোগের সাথে পড়েন এবং মনে রাখেন, তাহলে তা আপনাদের অনেক উপকারে আসবে।
বিশেষ করে বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন অনেক ধরনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। যাইহোক গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই আর্টিকেলটি আপনার কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url